শিলিগুড়ি,২১ সেপ্টেম্বরঃ ছয় দফা দাবিতে ডিআই’কে স্মারকলিপি প্রদান করল স্কুল পার্টটাইম টিচার্স অ্যাসোসিয়েশন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আংশিক শিক্ষক-শিক্ষিকা হিসেবে স্কুলে শিক্ষকতার কাজ করে আসছেন, এই করোনা অতিমারিতেও তারা স্কুলের সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।তারপরেও কোনোরকম সরকারী সাহায্য তারা পান না, যে টাকা তারা বেতন পাচ্ছেন তাতে সংসার চলছে না। এছাড়াও তাদের শিক্ষকতার কোনো স্থায়িত্ব নেই, যে কোনো সময় তাদের বের করে দেওয়া হতে পারে। অথচ তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা উচ্চশিক্ষিত। তাই তাদের দাবি অবিলম্বে তাদের চাকরির স্থায়ীকরণ হোক, সাম্মানিক ভাতা প্রদান করা হোক। এছাড়াও আরও একাধিক দাবি রয়েছে তাদের।