একাধিক কর্মসূচি নিয়ে ৪ থেকে ১২ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে রাস্তায় নামবে SFI

শিলিগুড়ি,৩০ জুলাইঃ একাধিক কর্মসূচি নিয়ে আগামী ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামবে এসএফআই।শুক্রবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল এসএফআই এর রাজ্য নেতৃত্ব।


এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, আগামী ৪ আগস্ট কলকাতার কলেজ স্ট্রিটে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে।৫ আগস্ট  রাজ্যজুড়ে মিছিল ও পথসভা করা হবে।৬ থেকে ১০ আগস্ট স্কুল-কলেজ খোলার দাবি সহ সমস্ত ছাত্র-ছাত্রীদের করোনা টিকা প্রদান, মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর স্কুল-কলেজের আসন সংখ্যা বৃদ্ধি, স্কুল ফি মকুব এর দাবি নিয়ে রাজ্য জুড়ে গণস্বাক্ষর কর্মসূচি হবে।১১ আগস্ট স্মারকলিপি প্রদান কর্মসূচি এবং ১২ আগস্ট গোটা রাজ্যে অন্তত ১ হাজার জায়গায় চক ডাস্টার বই খাতা নিয়ে রাস্তায় বসে প্রতীকী বিক্ষোভ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *