শিলিগুড়ি,৯ সেপ্টেম্বরঃ এক এক করে তৃণমূলের মন্ত্রীরা জেলে যাবেন।মমতা ব্যানার্জির সরকার চালানোর জন্য মন্ত্রীর অভাব দেখা যাবে।এমনই দাবি করলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।
শুক্রবার শিলিগুড়িতে সাংসদ জানান, তৃণমূলের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে।ইডি, সিবিআই তদন্ত হওয়া উচিত।এছাড়াও বলেন, মমতা ব্যানার্জি প্রতিদিন দেশের অপমান করেন।প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির অপমান করেন তিনি।একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এটা করা উচিত নয়।
পাশাপাশি আরও বলেন, বিজেপি সিবিআই, ইডি ব্যবহার করলে এই সরকার থাকতো না।পালটা ইডি, সিবিআইয়ের কাছে আমার আবেদন দ্রুতগতিতে তদন্ত হওয়া উচিত।