কালিয়াগঞ্জ,৩ মার্চঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সভা করতে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কালিয়াগঞ্জ কলেজ মাঠ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।ইসলামপুর, গোয়ালপোখর ১-২, করণদিঘি, রায়গঞ্জ, চোপড়ায় মোট ৮টি কর্মতীর্থের উদ্বোধন সহ জেলাজুড়ে বেশ কিছু রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মা-মাটি-মানুষের সরকার যতদিন এ বাংলায় থাকবে ততদিন মানুষের উপর আমরা অত্যাচার করতে দিব না।মানুষে মানুষে ভেদাভেদ হতে দিব না আমরা।মা মাটি মানুষের সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে আছে এবং মানুষকে সাহায্য করবে।
এছাড়াও তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলায় বহু প্রকল্প এর আগে ঘোষণা করা হয়েছে।বহু প্রকল্পের কাজ হয়ে গিয়েছে এবং বেশ কিছু প্রকল্পের কাজ চলছে।এরই মধ্যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে।স্নেহালয় নামে একটি নতুন প্রকল্প চালু হলো যা আগামীদিনে রাজ্যের গরিব মানুষদের অনেক সুবিধা প্রদান করবে।