শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ মহালয়ার সকালে প্রতিবারই শিলিগুড়ির মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তপর্ণের জন্য ভিড় জমে।এবছরও অনেকেই সেখানে যান।কিন্তু যেখানে করোনা মহামারিতে আজ বিশ্ববাসী সন্ত্রস্ত,সকলকে মাস্ক পড়ার কথা বলছেন ডাক্তাররা। সেখানে দিব্যি মাস্ক ছাড়াই শিলিগুড়ির লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ভিড় জমান বহু মানুষ। তবে নজর ছিল পুলিশেরও।
মাস্ক ছাড়া নজরে আসতেই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।বেশকয়েকজনকে কড়া ভাষায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।ঘাট জুড়ে লাগাতার পুলিশের মাইকিং, সচেতনতা প্রচার চলছিল।কিন্তু তারপরও দেখা যায় মাস্ক ছাড়াই ঘুরছেন বহু যুবক, তরুণী।
তপর্ণ দেখতে ছেলেকে সঙ্গে নিয়ে ঘাটে এসেছিলেন এক ব্যক্তি।কিন্তু দেখা যায় মুখে মাস্ক নেই। এক পুলিশ কর্মী জিজ্ঞাসা করতেই তার উত্তর ‘এখন আর মাস্ক লাগেনা’।পুলিশ কেন তাকে ধরেছে তা নিয়েও বেজায় রেগে যান।শেষমেষ ব্যক্তিকে পুলিশের তরফে মাস্ক পরিয়ে তারপর ছাড়া হয়।তবে পুলিশকে দেখে কিছু যুবক পালিয়ে যায়।অজুহাতও ছিল অধিকাংশের।
তবে যেখানে বারবার সকলকে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে সেখানে এখনও কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ে রীতিমতো স্তম্ভিত পুলিশ আধিকারিকেরাও।আসছে পুজোয় মাস্ক বিধি রক্ষা যে যথেষ্ট চ্যালেঞ্জের তা এদিন সকালের ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল।