একই রাতে শিলিগুড়ির ২টি জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, গ্রেফতার ২

শিলিগুড়ি,৬ এপ্রিলঃ সোমবার রাতে শহরের দুটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ।এনজেপি থানা সংলগ্ন রেল হাসপাতালের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম বিভাস দত্ত।বাড়ি সূর্যসেন কলোনির A ব্লকে।ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে খবর,বিগত দিনে নানান অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।


অন্যদিকে এদিন রাতেই হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম কালু দে ওরফে সঞ্জয়।পুলিশ সূত্রে খবর, সাদা রঙের একটি স্কুটিতে করে হায়দারপাড়া মার্কেট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল ধৃত।তার কোমরে গোঁজা ছিল একটি আগ্নেয়াস্ত্র এবং তার কাছেই ছিল তিন রাউন্ড কার্তুজ।মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভা সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি বিধানসভায় পঞ্চম দফার ভোট।এদিকে গতকাল উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এছাড়াও নির্বাচনী প্রচারে শহরে প্রায়ই আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতৃত্বরা।এমতাবস্থায় শহরে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটনায় রীতিমতো চিন্তায় প্রশাসনিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *