শিলিগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিভিন্ন এলাকা।আজ সেইসব জলমগ্ন এলাকা পরিদর্শনে গেলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার।তার সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী, ৪১ নম্বর ওয়ার্ডের রবি রায় এবং প্রদীপ গোয়েল।
এদিকে ৪০ নম্বর ওয়ার্ডের আশরফ নগরে পৌছাতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারীকে।সকলের সামনেই স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন সত্যজিৎ অধিকারী। পরে পরিস্থিতি সামাল দেন রঞ্জন সরকার।
স্থানীয় সূত্রে খবর, প্রতি বছর সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে।একদিকে রাস্তার অবস্থা যেমন বেহাল তেমনি অবস্থা নিকাশি ব্যবস্থারও।অভিযোগ, এলাকায় কাজ তো দূরের কথা ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারীকে এলাকায় দেখা পর্যন্ত যায় না।
তবে স্থানীয়দের ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ এলাকার কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী। তিনি বলেন, এর পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।সমস্ত অভিযোগ ভিত্তিহীন।