শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ ‘মানুষ আপনাকে ভুল বুঝেছে,আপনিই পারবেন,আপনি ছাড়া কেউ পারবে না’।টক টু মেয়রে ফোন করে এলাকার সমস্যা নিয়ে এমনটাই জানালেন ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের এক বাসিন্দা।সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন মেয়র গৌতম দেব।
শনিবার ৫২ তম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মানুষের সমস্যার কথা শোনেন মেয়র গৌতম দেব।মূলত শহরের রাস্তা ও পার্কিং নিয়েই অধিকাংশ মানুষ অভিযোগ করেন।সেইসমস্ত সমস্যা সমাধানের আশ্বাসও দেন মেয়র।
এবারে নিজের এলাকার বাইরের মানুষও টক টু মেয়র অনুষ্ঠানে সমস্যার কথা জানাচ্ছেন।এদিন ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের এক বাসিন্দা ফোন করে এলাকার সমস্যার কথা জানান।বিগত সময় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব।পরবর্তীতে এলাকায় বিজেপিকে ভোট দেন এলাকার মানুষ।বর্তমানে এলাকার উন্নয়নের জন্য ফের মেয়রকেই অসুবিধের কথা জানালেন এক বাসিন্দা।সেই বাসিন্দা বলেন, মানুষ আপনাকে ভুল বুঝেছে, কিন্তু এলাকার সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারবেন,আপনি ছাড়া কেউ করতে পারবে না।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, ডাবগ্রাম ২ এর মানুষের আমাদের কর্পোরেশনের মধ্যে আসতে চায়।আমরা চেষ্টা করবো।