বাগডোগরা, ১৯ অক্টোম্বরঃ ভোটের প্রচারে এসে বাগডোগরা সুকান্ত নগরের ডারাগাও এলাকায় জল পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে জয়ী পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রায় দুই মাস কেটে গেলেও এলাকায় পৌঁছায়নি জল।এই কারণে বুধবার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মাকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিসে আটকে রেখে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।
এলাকাবাসীদের অভিযোগ, ভোটের প্রচারে এলাকায় জল পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা।এরপরও জল আসেনি এলাকায়।এই কারণে আজ বিক্ষোভে সামিল হন তারা।খবর পেয়ে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।এরপর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে আলোচনা করেন এলাকাবাসীরা।
পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা জানান, এলাকাবাসীদের আক্রোশে এই ঘটনা।আমরা পিএইচই দপ্তরের সঙ্গে কথা বলেছি।
অন্যদিকে উপপ্রধান সঞ্জীত মাহাতো জানান, পিএইচই দপ্তরে জানানো হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টায় জলের ব্যবস্থা করা হবে।তার পরেও না মিটলে পিএইচই দপ্তরে যাওয়া হবে।বিক্ষোভের জেরে আটকে পড়েন পঞ্চায়েত অফিসের কর্মীরা।