শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ  

শিলিগুড়ি, ২৪ মার্চঃ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।


বুধবার শিলিগুড়ি সংলগ্ন সুকনার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।তিনি জানান, এবারের নির্বাচনে গতবারের তুলনায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সমস্ত ভোটগ্রহণ একতলাতেই হবে।কোভিড বিধি মেনেই নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

পাশাপাশি তিনি জানান, পর্যবেক্ষকদের ওপরও নির্বাচন কমিশনের নজরদারি থাকছে।ইতিমধ্যেই রাজ্যে একজন পর্যবেক্ষককে সাসপেন্ড করা হয়েছে।মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে।যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি যে সমস্ত জেলায় নির্বাচনের আগে অশান্তির ঘটনা ঘটছে সেগুলিও দেখা হচ্ছে।প্রয়োজনে সেই সমস্ত জায়গায় বিশেষ পর্যবেক্ষকরাও যেতে পারেন বলেই তিনি জানান।


প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা সারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।এই আলোচনায় আরও ১১টি জেলার প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।সেখানে যাবতীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ ভোটগ্রহণের আগের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।

এছাড়াও তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা সকলেই যেন করোনা পরিস্থিতিতে সতকর্তাগুলি মেনে চলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *