শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ আগামীকাল শিলিগুড়ি পুরভোট।পুলিশ প্রশাসনের তরফে প্রস্তুতি প্রায় সম্পন্ন।পুরভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।
ভোটগ্রহণের আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রত্যেক ওয়ার্ডে রুট মার্চ অভিযান চালাচ্ছে।বিভিন্ন জায়গায় নাকা চেকিংও করছে পুলিশ।বাইরে থেকে আসা গাড়িগুলিকে চেকিং করা হচ্ছে।
এদিন মেট্রোপলিটন পুলিশের ইস্ট জোন এসিপি মনীষ যাদব প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রধাননগর থানার অন্তর্গত সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের এলাকাগুলিতে রুটমার্চ করেন।এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানানো হয়।
অন্যদিকে ভক্তিনগর থানার পুলিশের তরফে চেক পোস্টে নাকা চেকিং অভিযান চালানো হয়।বাইরে থেকে আসা প্রত্যেকটি গাড়ির তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হয়।

