শিলিগুড়ি, ৬ মার্চঃ পশুদের জন্য তৈরি করা হবে বৈদ্যুতিক চুল্লী।শিলিগুড়ি পুরনিগম এমনটাই পদক্ষেপ নিতে চলেছে।শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন দিলেন মেয়র অশোক ভট্টাচার্য।
মেয়র বলেন, কলকাতার কেএমডিএ’র প্রতিনিধিরা এসে এই প্রস্তাব দেন।প্রতিনিধিরা জানান ডাম্পিং গ্রাউন্ডে যেভাবে মরা পশুদের এনে ফেলা হয় তাতে বিকট দুর্গন্ধ ছড়ায়।তাই যদি পশুদের জন্য শ্মশান বানানো যায় তাহলে এই দুর্দশা থেকে রক্ষা পাবে শহরবাসী।এই প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে।একটা জায়গা খুঁজে কিভাবে করা যায় তা আলোচনা করে এই প্রকল্প করা হবে।যেভাবে পশুরা মরে পড়ে থাকে তাদের তুলে নিয়ে পোড়ানো যাবে ওই শ্মশানে।