রাজগঞ্জ, ১২ জুনঃ বনদপ্তরের হাতি তাড়ানোর ওয়াচ টাওয়ারকে কোয়ারেন্টাইন বানিয়ে রয়েছেন রাজগঞ্জের মালিভিটার দুই যুবক।
কোয়ারেন্টাইন থাকা অমর বাহাদুর রাই জানান, কর্মসূত্রে আন্দামানে ছিলেন তিনি।লকডাউনের জেরে আটকে থাকার পর বুধবার শিলিগুড়িতে ফেরেন তিনি।এরপর শিলিগুড়ি থেকে বাড়ি নিয়ে যেতে তার এক ভাই শিলিগুড়িতে আসেন।তবে বাড়িতে এলেও গ্রামবাসী ও পরিবারের সুরক্ষার কথা ভেবে দুই ভাই মিলে ওয়াচ টাওয়ারে কোয়ারেন্টাইন থাকার সিদ্ধান্ত নেন।
যুবকের এক আত্মীয় অভিযোগ করে বলেন, আন্দামান থেকে আসার আগেই গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হয়।কিন্তু স্থানীয় প্রশাসন কোয়ারেন্টাইন রাখার কোনো ব্যবস্থা করেনি। তাই ওয়াচ টাওয়ারে রাখার ব্যবস্থা করা হয়।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, ওয়াচ টাওয়ার থেকে হাতির গতিবিধি দেখা সহ তাড়ানোর চেষ্টা করা হয়। সেই ওয়াচ টাওয়ারকে কোয়ারেন্টাইন করায় সমস্যা হচ্ছে ঠিকই কিন্তু মানবিকতার খাতিরে ওঁদেরকে বের করতে পারিনি। যাতে অন্য কোথাও রাখা হয় সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় বলেন, ওই যুবক আন্দামান থেকে আসবে বলে পরিবারের পক্ষ থেকে আগে জানানো হয়। কিন্তু বাড়িতে আসার পর জানায়নি।বিষয়টি খোঁজ নিয়ে দেখব।