এমনও সম্ভব! i phone 14 কিনতে ৮ মাসের শিশুকে বিক্রি করলেন দম্পতি

এমনও সম্ভব।নিজেদের শখ মেটাতে একরত্তি শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা-মা!


শখ ছিল i phone 14 কিনে গোটা রাজ্যের ভ্রমণকেন্দ্রগুলি ঘুরে রিল বানাবেন।কিন্তু ঘরে নুন আনতে পান্তা ফুরায়।এমতবস্থায় নিজেদের শখ পূরণের জন্য দম্পতি যা করলেন তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

উত্তর ২৪ পরগণার পানিহাটির গান্ধীনগর এলাকার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথি ঘোষ।তাদের ৭ বছরের এক কন্যা ও ৮ মাসের এক পুত্র সন্তান রয়েছে।দম্পতির বিরুদ্ধে অভিযোগ, গোটা রাজ্যের ভ্রমণকেন্দ্রগুলি ঘুরে রিল বানানোর জন্য তাঁদের একটি আইফোন ১৪ দরকার ছিল। সেই কারণেই আটমাসের ওই শিশুকে বিক্রি করে দেয় তারা।


সম্প্রতি জয়দেব ও সাথীর আচরণ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাদের হাতে হঠাৎ করে ঝাঁ চকচকে আইফোন দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বিষয়টি প্রতিবেশীদের চোখে পড়তেই তাঁরা সাথীকে প্রশ্ন করে। প্রতিবেশীদের চাপের মুখেই ওই মহিলা স্বীকার করে তিনি ও তাঁর স্বামী মিলে যুক্তি করে আইফোন কেনার জন্য এক মহিলার কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এমনকি সাত বছরের কন্যা সন্তানকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানতে পারেন প্রতিবেশীরা।খড়দার এক মহিলার কাছে ওই শিশুটিকে বিক্রি করা হয়। প্রতিবেশীদের মারফত খবর যায় পুলিশের কাছে। পুলিশ খড়দা থেকে শিশুটিকে উদ্ধার করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই দম্পতি এবং ও ক্রেতা মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş