রাজগঞ্জ, ১৪ মার্চঃ কেন্দ্র সরকার EPF-এর সুদের হার কমানোর প্রতিবাদে ফুলবাড়িতে অবস্থান-বিক্ষোভ INTTUC এর।সোমবার ফুলবাড়ি মোড়ে ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ করা হয়।এদিন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার কর্মী সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন।
এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি আইএনটিটিইউসির সদস্য সুকান্ত কর বলেন, কেন্দ্র সরকার EPF এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে ৮.১ শতাংশ করেছে।এটা আমারা মনে করছি শ্রমিকদের উপর কালা কানুন।তার প্রতিবাদে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে।অবিলম্বে কেন্দ্র সরকারকে সুদের হার ৮.৫ শতাংশ করতে হবে।নাহলে আগামীতে আমারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাদক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি আইএনটিটিইউসির কনভেনর মহম্মদ সেলিম,অঞ্চল সভাপতি রবিউল করিম, ডাবগ্রাম ফুলবাড়ি মহিলা সভানেত্রী লতিকা রায় সহ অন্যান্যরা।