কোচবিহার,৪ জুলাইঃ বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা।মঙ্গলবার সাতসকালে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায়।তৃণমূলের দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বক্সিরহাট থানার পুলিশ।
জানা গিয়েছে, আজ সকালে ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা। সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে।তাই স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই কান্ড ঘটিয়েছে।গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে এই ব্যাপারে স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ বলেন, বিজেপি বোমার রাজনীতি করে।গত লোকসভা ভোটের পর গোটা ব্লক জুড়ে বোমার আতুরঘর তৈরি করেছিল বিজেপি। ভোটের আগে মানুষের সহানুভূতি পেতে নিজের বাড়ির সামনে বোম রেখে পুলিশকে খবর দিয়েছে ওই বিজেপি প্রার্থী। তৃণমূল বোমের রাজনীতি করে না।