রাজগঞ্জ,২৪ নভেম্বরঃ সীমান্ত রক্ষা বাহিনীর তরফে “সাইকেল র্যালির” আয়োজন।স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ও নেশামুক্ত দেশ গঠন সহ বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনমূলক বার্তা পৌঁছে দিতে গত ১ নভেম্বর আগরতলা থেকে এই সাইকেল র্যালি বের করা হয়।এই র্যালিতে ১৮ জন বিএসএফ জওয়ান অংশ নিয়েছেন।
র্যালিটি মেঘালয়, অসম,ধুবরী হয়ে শিলিগুড়িতে এসেছে।প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আগামী ১২ ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে বলে জানা গিয়েছে।বুধবার সন্ধ্যায় র্যালিটি ফুলবাড়ি ১৭৬ ব্যাটালিয়নে এসে পৌঁছায়।বৃহস্পতিবার সকালে সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফের নর্থবেঙ্গল ফন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং এই র্যালির ফ্ল্যাগ অফ করেন৷এদিনের কর্মসূচিতে বিএসএফ এর অন্যান্য আধিকারিক ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।