শিলিগুড়ি,২৫ এপ্রিলঃ শিলিগুড়িতে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১৫ বছরের এক নাবালক।আশিঘর ফাঁড়ি অন্তর্গত এলাকার ঘটনা।
জানা গিয়েছে, নাবালিকার মা নেই। প্রতিদিনের মতো গতকালও নাবালিকাকে দাদুর বাড়িতে রেখে কাজে গিয়েছিল তার বাবা।সেইসময় প্রতিবেশী ওই নাবালক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।পরে ঘটনার জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।শিশু কন্যাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে ওই নাবালকের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।অভিযোগের ভিত্তিতে নাবালককে গ্রেফতার করে পুলিশ।ধৃত নাবালককে আজ জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে তোলা হয়।