শিলিগুড়ি,১২ মেঃ ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত ভালোবাসা মোড় সংলগ্ন পাঁচকোলগুড়িতে শর্ট সার্কিটের জেরে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ির বৈদ্যুতিক সামগ্রী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আচমকা স্থানীয় বাসিন্দাদের বাড়ির মিটার,ফ্যান,টিভি-ফ্রিজ নষ্ট হয়ে যায়।এরপরই তারা জানতে পারেন এলাকার ওপর দিয়ে যাওয়া হাইটেনশন তার থেকে শর্ট সার্কেটের জেরে এই বিপত্তি।ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।রাস্তায় বেড়িয়ে আসেন বাসিন্দারা।এদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এলে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।