শিলিগুড়ি,১৫ আগস্টঃ কাওয়াখালি ট্রাফিক ফাঁড়ি ও বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।
দুর্ঘটনা প্রবণ কাওয়াখালিতে গত ১৫ জুন অস্থায়ী ট্রাফিক গার্ড বসানো হয়েছিল।তারপর থেকে অনেকটাই পথ দুর্ঘটনার মতো ঘটনা হ্রাস পেয়েছে।সোমবার ফিতে কেটে কাওয়াখালি ট্রাফিক ফাঁড়ি ও বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্বোধন করেন কমিশনার গৌরব শর্মা।পাশাপাশি এদিন হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা জানান, আগামীতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে দুর্ঘটনা শুন্য করাই তাদের মূল উদ্দেশ্য।