শিলিগুড়ি, ২২ মেঃ মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়িতেও শাখা খুললো দার্জিলিং এর মানসিক স্বাস্থ্য পরিষেবা ইউনোইয়া (Eunoia)।শিলিগুড়ির শাস্ত্রীনগরের সমাজ সেবা সমিতিতে তাদের এই শাখার পথচলা শুরু হল।
ইউনোইয়া সংস্থার প্রতিষ্ঠাতা বিবেক প্রধান এবং আবিশ ছেত্রী।সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোই তাদের লক্ষ্য।সংস্কৃতি গুরুং, শাহিল থাপা, সুধাংসু মণি প্রধান, রোহিত গুপ্তা, প্রভেশিকা প্রধান, শ্রদ্ধা প্রধান, দুর্গা রাই, জসিয়েল সুব্বা এবং শিবম থাপা এই সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।
এদিন সংস্থার তরফে মাদকসক্তি, রাগ নিয়ন্ত্রণ, পিতামাতার দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।ইউনোইয়া রাজ্য জুড়ে শাখা খুলে মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষ ও যুবদের মধ্যে সচেতনতা প্রচারে আগ্রহী।