শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ শ্রী শনি শীলা মন্দির পুজা কমিটির উদ্যোগে এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায় রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, ৩৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভক্তিনগরে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরে এলাকার মানুষেরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান।পাশাপাশি ১০০ টাকার বিনিময়ে চশমাও প্রদান করা হয়।