বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ২৩ মার্চঃ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন আমবাড়িতে।


বৃহস্পতিবার রাজগঞ্জের আমবাড়ি ইয়ংস্টার ক্লাবের  উদ্যোগে ও শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।এদিন প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান।

এই বিষয়ে ক্লাবের সদস্য প্রতীম রায় , আজ বিনামূল্যে আমাদের ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করা হয়েছে।স্থানীয় অসহায় বহু মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন।আগামীতেও এই ধরণের শিলিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom