শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ FICCI, FLO শিলিগুড়ির উদ্যোগে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হল।এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
FICCI, FLO-এর ন্যাশনাল প্রেসিডেন্ট পুনম শর্মা জানান, গত ৪২ বছর ধরে এই সংস্থা নিরলসভাবে মানুষের সেবার কাজ করে চলেছে।মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে এগিয়ে চলতে পারে এবং প্রয়োজনে অন্যদেরও এগিয়ে যেতে সাহায্য করতে পারে—এই লক্ষ্যেই FICCI FLO কাজ করছে।
এই সংস্থার মাধ্যমে মেয়েদের সেলাইয়ের কাজ, মেকআপ প্রশিক্ষণ, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা ভবিষ্যতে চাকরির সুযোগও পেতে পারে।
অন্যদিকে, FICCI FLO-এর চেয়ারপার্সন পায়েল পেরিওয়াল বলেন, আমাদের মূল লক্ষ্য হল মেয়েদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া। সমাজে যাতে মেয়েরা কোনও দিক থেকে পিছিয়ে না পড়ে এবং নিজের যোগ্যতায় বড় জায়গায় পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তারা।
