বিজেপি নেতা রাজীব ব্যানার্জির ফেসবুক পোস্ট ঘিরে শুরু হল নয়া বিতর্ক।মঙ্গলবার বিকেলে রাজীব ব্যানার্জির ফেসবুক ওয়ালে একটি পোস্টার পোস্ট করা হয়েছে।
যেখানে লিখেছেন, “মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধীতা করতে গিয়ে কথায় কথায় দিল্লী, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেনা।আমাদের সকলের উচিত রাজনীতির উর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”
রাজীব ব্যানার্জির এই পোস্টের পরই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।তাহলে কী তিনি বিজেপি ছাড়ছেন তিনি?এমনই প্রশ্ন উঠেছে।যদিও এখনও রাজীব ব্যানার্জি সেসব নিয়ে কিছু বলেননি।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপিতে যোগ দেন।পরে বিজেপির টিকিটে বিধায়ক পদে দাঁড়ালেও পরাজিত হন।