শিলিগুড়ি,২৮ ডিসেম্বরঃ সুকান্তনগর সুকান্ত স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কুণ্ডুপুকুর মাঠে আয়োজিত হয়েছে T-20 নক আউট ক্রিকেট প্রতিযোগিতার।আজ চতুর্থ কোয়ার্টার ফাইনাল।
জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখ আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপুকুর মাঠে দ্বিতীয় বৎসর অনূর্ধ্ব ১৪ T-20 নক আউট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। যার মধ্যে পুরুলিয়া, মালদা, বহরমপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরপাড়া রয়েছে।
বৃহস্পতিবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে আশ্রমপাড়া অগ্রগামী সংঘ এবং YMA বহরমপুর। এদিন YMA বহরমপুর টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১২৭ রানের টার্গেট দেয়।আশ্রমপাড়া অগ্রগামী সংঘ ১৯ ওভার ৪ উইকেটের বিনিময়ে ১৩০ রান করে জয় লাভ করে।
এদিন সুকান্তনগর সুকান্ত স্পোর্টিং ক্লাবের সম্পাদক জয়ব্রত সান্যাল বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খুদে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।