শিলিগুড়ি, ১১ জুনঃ উচ্চমাধ্যমিকে ফেল।পাস করানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো শিলিগুড়ির বাল্মিকী বিদ্যাপীঠের অকৃতকার্য পড়ুয়ারা।
জানা গিয়েছে, এবছর বাল্মিকী বিদ্যাপীঠের ১৭০ জন পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়।তার মধ্যে ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী ফেল করেছে।এরপরই শনিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।পাস করানোর দাবিতে স্লোগান তোলে ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিলেও তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে।আমাদের ন্যায্য নম্বর দেওয়া হোক।‘পাস করালে দিদি চাকরি দিতে পারবে না।সেজন্যই আমাদের উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে’ বলেও অভিযোগ করে ছাত্রীরা।
