শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি।লক্ষাধিক টাকার সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস ঠাকুরনগর এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির মালিক ও স্ত্রী কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান।কাজ শেষে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।এরপর ঘরে ঢুকেই নজরে আসে চুরির ঘটনা।আলমারি থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা।
ঘটনার পর খবর দেওয়া হয় এনজেপি থানায়।পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।