শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ ফাঁকা বাড়িতে চোরের উৎপাত।অতিষ্ট এলাকার বাসিন্দারা।শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লীর মঙ্গলপান্ডে সরণির ঘটনা।
জানা গিয়েছে, বাড়ির মালিক স্বপরিবারে কলকাতায় থাকেন।দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে বাড়িটি।সেই সুযোগ নিয়ে ৩ দিন ধরে বাড়িতে লাগাতার চোরের উৎপাত বেড়েছে। স্থানীয়রা জানান, দুদিন আগে ফাঁকা বাড়িটি থেকে দুই যুবককে পালাতে দেখা যায়।সেইসময় প্রতিবেশীদের সন্দেহ হয়।ঘটনার খবর দেওয়া হয় পানিট্যাঙ্কি ফাঁড়িতে।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত করে।এরপর রাতে সেই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য একজন নিরাপত্তারক্ষী রাখা হয়।এরপর দিনের আলোতেই শুরু হয় চোরের উৎপাত।
সোমবার বিকেলে ফের ঘরের ভেতরে আলো জ্বলতে দেখা যায়।প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পৌঁছায় পুলিশ।স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও জানালার গ্রিল কাটা রয়েছে।বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে অনুমান।
ঘটনার খবর দেওয়া হয়েছে বাড়ির মালিককে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।