শিলিগুড়ি,১ মেঃ শিলিগুড়ি থেকে মাত্র আধঘণ্টার রাস্তা। পাহাড় ঘেরা রংটং এর সৌন্দর্যের টানে কতো মানুষই না ছুটে গিয়েছেন সেখানে। যে রংটংয়ে প্রতিদিন ভিড় জমতো আট থেকে আশি সকলের। সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। থমথমে ঐতিহ্যবাহী স্টেশন। দেখে মনে হবে যেন সময় থমকে গিয়েছে।
লকডাউনে টয় ট্রেনের কুঝিকঝিক শব্দও হারিয়ে গিয়েছে কোথাও। বিদেশী পর্যটকদেরও ছবি তোলার হিড়িক নেই। এযেন এক অচেনা ছবি। বন্ধ সমস্ত দোকানপাট। পাহাড়ের কোলে আর জমছে না আড্ডাও। শুধুই মাঝেমধ্যে কিছু পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে। করোনা আতঙ্কে সেভাবে বাড়ির বাইরেও বের হন না বাসিন্দারা। সকলেই আশায় করোনা মুক্ত দেশে কবে আবার হই হুল্লোড়ে মাতবে পাহাড় ঘেরা ছোট্ট রংটং। পাহাড়ের মাঝ দিয়ে ছুটে চলবে টয় ট্রেন।