শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন পুলিশ কর্মীর ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে তা দিয়ে তৈরি করা হচ্ছে ফেক প্রোফাইল। এরপর সেই প্রোফাইল গুলি থেকে চেনা-পরিচিতদের ম্যাসেজ করে টাকা চাওয়া হচ্ছে।
গত কয়েকদিন আগে প্রথম এনজেপি থানার এক সাব ইন্সপেক্টরের ছবি দেওয়া ফেক প্রোফাইল থেকে এমন ম্যাসেজ যায় অনেকের কাছে। তারপরই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। এরইমাঝে আরও বেশকয়েকজন পুলিশ কর্মীর সঙ্গেও এমন ঘটে।
তবে এবার খোদ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক এসিপি পদমর্যাদার অফিসারের সঙ্গে ঘটলো এমন ঘটনা। তার ছবি দেওয়া একটি ভুয়ো প্রোফাইল থেকে এমনভাবেই বেশকয়েকজনকে ম্যাসেজ করে টাকা চাওয়া হয়েছে। গোটা ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে বলে অনুমান। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা।