শিলিগুড়ি, ২১ আগস্টঃ ফের করোনার ভুয়ো রিপোর্ট তৈরি করা হচ্ছিল শহরে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার অন্তর্গত উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম সৈকত দে।
ধৃত ব্যক্তি শহরের একটি নার্সিংহোমে কাজ করতো বলে জানা গিয়েছে।বিভিন্ন জায়গায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ করতো সে।এরপর রিপোর্ট দিতো।কিন্তু সেই রিপোর্ট ছিল ভুয়ো।টাকার লোভে নমুনা নিলেও তা পরীক্ষাই করা হতো না।অথচ রিপোর্ট দিয়ে দেওয়া হত।
কিছুদিন আগে এক যুবক তাঁর বাবার রিপোর্ট পেলেও এসআরএফ আইডি দিয়ে সার্চ করতেই দেখেন অন্য আরেকজনের রিপোর্ট।এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সৈকতকে গ্রেফতার করেছে।তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ৭-৮ জনের রিপোর্ট সে নিজে থেকে তৈরি করেছিল।শনিবার ধৃত ব্যক্তিকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।তার সঙ্গে আর কে জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।