শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ভুয়ো কোভিড রিপোর্ট তৈরি করে বাংলাদেশে যাওয়ার সুযোগ করিয়ে দিত ফুলবাড়ির এক ওষুধ ব্যবসায়ী।বিনিময়ে মিলত মোটা অঙ্কের টাকা।শিলিগুড়ির একটি বেসরকারী প্যাথোলজি সেন্টারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।ধৃতের নাম দীপঙ্কর সরকার।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন প্যাথোলজির নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত ফুলবাড়ির এক মেডিকেল স্টোরের মালিক দীপঙ্কর সরকার।শিলিগুড়ির মিলনপল্লির এক প্যাথোলজি সেন্টার বিষয়টি জানতে পেরেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার ফুলবাড়ির পুর্ব ধনতলা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
