শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ লখনউ এর ভুয়ো পুলিশ গ্যাং এর পর্দা ফাঁস করলো শিলিগুড়ি থানার পুলিশ।গ্রেফতার চক্রের ৩ সদস্য।ধৃতদের নাম ফতেহ আলি(৪৬), সজাদ আলি(৫০) এবং সাহিল আলি(৩৪)।ধৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশ এবং দুজন লখনউ এর বাসিন্দা।
উল্লেখ্য, গতবছর পুজোর সময় শিলিগুড়িতে বিভিন্ন ঘটনা ঘটছিল।এক মহিলা এবং এক ব্যক্তিকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা ঘটে।এই দুটি ঘটনার পর শহরে চাঞ্চল্য ছড়ায়।এইসমস্ত ঘটনার পর পুলিশ প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছিল প্রশ্ন।বিষয়টি নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ধরণের ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে।পুলিশ এবং বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে চক্রটি।
গতকাল লখনউ এর ভুয়ো পুলিশ গ্যাং এর ৩ জন ফের শিলিগুড়িতে পৌঁছায়।ফের প্রতারণা করার উদ্দেশ্যে ছিল তারা।তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার আইসি এবং সাদা পোশাকের পুলিশ জলপাইমোড়ে নাকা চেকিং চালিয়ে বিহার নম্বরের একটি বাইক আটক করে।বাইকে থাকা ৩ জনকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে কাফ সিরাপ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তাদের একটি চক্র বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে।এরপরই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।