শিলিগুড়ি,২৯ জুলাইঃ পুলিশের নামে ভুয়ো ট্রেনিং এর ঘটনায় বালুরঘাট থেকে আরও এক যুবককে গ্রেফতার করল ডিডি।ধৃতের নাম বিজয় মুন্সী।
গত বুধবার বাঘাযতীন কলোনি থেকে চঞ্চল পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নিয়েছিল ডিডি।তাকে জিজ্ঞাসাবাদ করেই বিজয় মুন্সীর খোঁজ পায় ডিডি।আজ সকালে ধৃতকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় এবং আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।