রাজগঞ্জ, ১৫ জুলাইঃ নিয়ম মেনে ফালাকাটা পুজো হল আমবাড়িতে।এই পুজো দিয়েই এলাকার মানুষ আমন ধান রোপন শুরু করেন।আমবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের এটাই চিরাচরিত রীতি।
রাজগঞ্জ ব্লকের আমবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার চটকিয়াভিটাতে প্রতি বছর আষাঢ় মাসে ফালাকাটা পুজো হয়।পুজোতে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ তৈরি করে এলাকার মানুষ পুজো করেন।এই পুজো নিয়েও কথিত রয়েছে বহু কথা।
পুজো কমিটির সদস্যরা জানান, বাবা ঠাকুরদার কাছে শুনেছেন শতাধিক বছর আগে এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা ছিল।বাঘ সহ বিভিন্ন হিংস্র জন্তুর দেখা পাওয়া যেত।বর্তমানে যেখানে ফালাকাটা পুজো হয় সেখানে দেবী চৌধুরানী আগে পুজো করতেন।এই মন্দিরে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ ছাড়াও প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আষাঢ় মাসে আমন ধান রোপণের আগে রাজা ফালাকাটার পুজো করা হয়।
রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ পুজোতে আসেন।অনেকে এসে মানতও করেন।তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে পরের বছর পুজোর সময় দেবতার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করেন।