আলিপুরদুয়ার, ৪ এপ্রিলঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা নয় নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে সুভাষপল্লীর বাসিন্দা অধীর সাহা চৌধুরীর বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢোকে চোরের দল।এরপর নগদ টাকা সহ সোনার অলঙ্কার চুরি করে চম্পট দেয়।
অধীর সাহা চৌধুরী বলেন, রাত সাড়ে তিনটার দিকে বাথরুমে যাবেন বলে ঘর থেকে বেরোতে গেলে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে।ধাক্কা দিয়ে কোনরকমে দরজা খুলে বেরিয়ে দেখেন তার পাশের দুটি ঘরের দরজা ভাঙা।আলমারির লকার ভেঙে নগদ ২০ হাজার টাকা এবং কিছু অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।ঘটনার পর পরিবারের সদস্যরা রাতেই ফালাকাটা থানায় ফোন করেন।কিন্তু পুলিশ ফোন ধরেনি বলে অভিযোগ করেন।
শুক্রবার সকালে ওয়ার্ড কাউন্সিলর এবং চেয়ারম্যানকে বিষয়টি জানান তারা।গোটা ঘটনার তদন্তে ফালাকাটা থানার পুলিশ।