আলিপুরদুয়ার, ১১ আগস্টঃ বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি, কাজলী হল্ট, আলীনগর মোড়, জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্তরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করল বিজেপি।
জানা গিয়েছে, এদিন প্রায় ৩০০ চারা গাছ রোপন করা হয়।বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৩ নম্বর মন্ডলের সভাপতি অঘোরনাথ রায়, বিজেপি নেতা সুদর্শন ভদ্র, সুদীপ রায়, রাজকুমার রায়।
এদিন ১৩ নম্বর মন্ডল সভাপতির অঘোরনাথ রায় বলেন, করোনা মহামারীতে অনুভব করা গেছে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতখানি।করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডারের জন্য বিভিন্ন অসুবিধের সম্মুখীন হতে হয়েছে।কৃত্রিম অক্সিজেন প্ল্যান্ট গড়ে তুলতে হচ্ছে।সেক্ষেত্রে আমরা বৃক্ষরোপন করে গাছকে বড় করে তুলতে পারি তাহলে প্রাকৃতিক অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে এবং পরিবেশ দূষণের হাত থেকে মানুষ রেহাই পাবে।