ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

ফালাকাটা, ২ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মিল রোড ময়দানে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন ৪৫০ জোড়া আদিবাসী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এদিনের অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার,দার্জিলিং,জলপাইগুড়ি জেলার  ৪ হাজার ৬০০ জন  শ্রমিকের হাতে চা সুন্দরী প্রকল্পের আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়।


এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণ শুরু করেন।তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে পাহাড় তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকরা চা সুন্দরী প্রকল্পের আওতায় আসবে।৫০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্প।এছাড়াও বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মমতা ব্যানার্জি।

ভাষণের পর মূখ্যমন্ত্রী নব দম্পত্তিদের আশীর্বাদ করেন এবং তাদের উপহার তুলে দেন।সাঁওতাল শিল্পীদের সঙ্গে হাত ধরে নাচ করেন তিনি।এরপর রাভা সম্প্রদায়ের শিল্পীদের সঙ্গেও নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom