আলিপুরদুয়ার, ৮ অক্টোম্বরঃ খাঁচাবন্দী হল চিতাবাঘ।শনিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন শ্রমিক মহল্লায় বনদপ্তরের পাতা খাঁচায় ছাগলের টোপে খাচাবন্দী হয় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার এক ১১ বছরের নাবালককে বাড়ির উঠোন থেকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘ।পরবর্তীতে নাবালককে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল ও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই নাবালকের।
ঘটনার পরই স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে তাসাটি চা বাগানের ঘাসি লাইনে তিনটি খাঁচা পাতে বনদপ্তর।সেই খাঁচাতেই ধরা পড়লো একটি চিতাবাঘ।খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগে নিয়ে যায়।