ফালাকাটায় শুরু ফুল মেলা

ফালাকাটা,১৪ জানুয়ারিঃ রাজ্য বনদপ্তরের  উদ্যান কানন শাখার উদ্যোগে ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় মঙ্গলবার ফালাকাটা পার্কে শুরু হল অষ্টমবর্ষীয় পুষ্প প্রদর্শনী।প্রদর্শনীর উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা।এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উদ্যান ও কানন শাখার বিভাগীয়  বনকর্তারা।


প্রায় একশো জন প্রতিযোগী তাদের বাহারি ফুলের পশরা নিয়ে হাজির হয়েছেন এই ফুল মেলায়।বনদপ্তরের উদ্যোগে সেরা বিভাগে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişmeritking