ফালাকাটায় ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে দুটি ট্রাক  

আলিপুরদুয়ার,২৭ জানুয়ারিঃ  ঘন কুয়াশার জেরে সাতসকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর পার্ক সংলগ্ন এলাকায় ।


জানা গিয়েছে, এদিন সকাল আট টা নাগাদ ফালাকাটা- বীরপাড়া ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । তবে ঘটনায় কোন হতাহতের খবর নেই । এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ । ট্রাক দুটিকে আটক করে পুলিশ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom