লকডাউনের জের, মালদার আমের স্বাদ থেকে এবার বঞ্চিত হবে আম প্রিয় বাঙালি!

মালদা,১০ এপ্রিলঃ আমের জেলা হিসেবে বিখ্যাত মালদা।আর এই জেলার ল্যাংড়া, ফজলি, হিমসাগর আমের স্বাদ ভারত বিখ্যাত।জেলাজুড়ে বিঘার পর বিঘা জমি জুড়ে শুধু আম বাগান। তাই এখানকার প্রধান অর্থকারী ফসলই হল আম।সেই মালদার আমেরই স্বাদ থেকে এবার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে আম প্রিয় বাঙালির।


লকডাউনের ফলে মালদা জেলার অর্থকরী ফসল আমের পরিস্থিতি খুবই খারাপ।আমের মুকুল গাছেই শুকিয়ে ঝরে যাচ্ছে।ফলে মালদার আমচাষীরা ব্যাপক ক্ষতির মুখে।কিন্তু লক ডাউনের সঙ্গে আমের সম্পর্ক কোথায়? এর উত্তরে ভবেন মন্ডল নামে এক আমচাষী জানান, আমের মুকুল পরিচর্চা করার সময় এখন।এবছর আমের মুকুলও ভালো হয়েছিল।চাষীরা আশা করেছিলেন ফলন ভালো হবে, লাভের মুখ দেখবেন তারা।কিন্তু লকডাউনের ফলে সেই সম্ভবনা কার্যত শিকেয় উঠেছে।ঋণ নিয়ে চাষীরা আম চাষ করেছিলেন।আম পরিচর্চা সহ তা জীবানুমুক্ত করতে মার্চ-এপ্রিল মাসে আমগাছে স্প্রে সহ জল দিতে হয়।কিন্তু লকডাউনের ফলে তা করা যাচ্ছে না।যে কারণে আমের মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে।

অন্যদিকে এই বিষয়ে মালদা জেলার মার্চেন্ট চেম্বার অব কর্মাসের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান,  মালদার আমের পরিস্থিতি ভালো নয়।এই সময় ব্যবসায়ীরা আমের ফলন দেখে দরদাম করে তা আমচাষীদের কাছ থেকে কিনে নেয়।কিন্তু লকডাউনের ফলে এবারে না আমের যত্ন হচ্ছে না আমের ক্রেতার দেখা মিলছে। যে টুকুও বা গাছে আম আসবে তা আর মানুষের পাতে গিয়ে পৌঁছাবে না।বিদেশেও মালদার আম রপ্তানি করা সম্ভব হবে না।আমকে প্রক্রিয়াকরণ করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প করেন, তারাও ক্ষতির মুখে।আমস্বত্ত্ব তৈরি করে গ্রামের মহিলারা যারা যৎসামান্য উপার্জন করে তারাও ক্ষতির মুখ দেখবেন এইবছর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş