ধূপগুড়ি,৩১ অক্টোবরঃ ৩০ বছর ধরে মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছেন তিনি।কিন্তু এখন সেই মানুষটিই দুবেলা না খেতে পেয়ে চোখের জল ফেলে দিন কাটাচ্ছেন।
ধূপগুড়ির কৌতুক শিল্পী অনাথ রায়।সার্কাসের জোকার হিসেবে বিগত ৩০ বছর ধরে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন অনাথ বাবু।কিন্তু গত সাত মাস ধরে বন্ধ রয়েছে সার্কাস।যে কারণে রোজগারের রাস্তাও সম্পূর্ণ বন্ধ এই কৌতুক শিল্পীর।এক মেয়ের বিয়ে দিয়ে স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে সংসার।ছেলে বিকম পাস করে রেল লাইনে শ্রমিকের কাজ করে, সেই কাজও প্রতিদিন হয়না।কাজেই বর্তমানে সংসার চালানো কঠিন হয়ে দাড়িয়েছে অনাথ বাবুর।লকডাউনে চাল ছাড়া কোনোরকম সরকারি সাহায্য মেলেনি বলে অভিযোগ করেন তিনি।ফের কবে সার্কাস শুরু হবে সেই দিকেই চেয়ে আছেন তিনি।
এদিকে বিষয়টি জানতে পেরে শনিবার অনাথ রায়ের বাড়িতে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও পৌরসভার অন্যান্য অধিকারিকরা। চাল সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন অনাথ বাবুর পরিবারের হাতে।আশ্বাস দেন আগামীতে সব রকমের সাহায্য করার।এমনকি ভাতা করে দেওয়ার আশ্বাসও দেন ভাইস চেয়ারম্যান।