ফাঁসিদেওয়া, ৪ ডিসেম্বরঃ নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ার বড়পথু জোতে।গত ২দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার বাড়ির পাশে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান অরুণ মন্ডল।পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাকে না পেয়ে ফাঁসিদেওয়া থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।শনিবার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।