ফাঁসিদেওয়া, ১১ সেপ্টেম্বরঃ ফাঁসিদেওয়ার জগন্নাথপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।মৃতের নাম নালিল্লা অশোক।বাড়ি অন্ধ্রপ্রদেশের গুনতুর জেলায়।
জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের ধারে পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।এরপরই বিধাননগর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতের পা বাঁধা থাকায় খুনের রহস্য রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃত ব্যক্তি ট্রাকের চালক বা খালাশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।