ফাঁসিদেওয়া, ২৯ আগস্টঃ খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের হেটমুন্ডি সিঙ্গিঝোড়া এলাকার বাসিন্দা বিনোদ দর্জির ৬ বছরের ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে গভীর গর্তে পড়ে যায়।ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।