নির্ভয়া কান্ডের অপরাধীদের ফাঁসির নতুন তারিখ ঘোষণা করল দিল্লী আদালত।আগামী ১ ফেব্রুয়ারি নির্ভয়া কান্ডের অপরাধীদের ফাঁসির নতুন তারিখ ঘোষণা করল দিল্লীর পাতিয়ালা হাউস কোর্ট।
প্রসঙ্গত,গত বুধবার দিল্লি সরকার জানিয়ে দেয় ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি হচ্ছে না। কারণ নির্ভয়া কান্ডে অভিযুক্ত মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চেয়েছে। যদি তা নাকচ হয়ে যায়, তাহলেও অপরাধীকে ফাঁসির ১৪ দিন আগে নোটিস দিয়ে সেকথা জানাতে হবে। তাই ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া যাবে না। এদিকে শুক্রবার মুকেশের আর্জি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদন পাঠানোর কয়েক ঘণ্টা মধ্যেই তা খারিজ করেন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।আর তারপরেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ঘোষণা করে ফাঁসির নতুন তারিখ।