রাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার রাজগঞ্জ বাজারে চারটি দোকানে চুরির ঘটনার পরের দিনই দুটি দোকানে চুরির ঘটনা ঘটলো ফাটাপুকুরে।
মঙ্গলবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুরে একটি স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটে।অন্যদিকে, লটারির দোকানে চুরির চেষ্টা করে।তবে সেখানে কিছু না পেয়ে দোকানের ভিতর লাইট বাল্ব খুলে নিয়ে যায়।চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার পরই প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্টেশনারি দোকান মালিক খোকন পাল জানান, সকালে দোকানে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা ও জিনিসপত্র উলটপালট করা রয়েছে।দোকান থেকে আনুমানিক ৩০-৩৫ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় পঞ্চায়েত অমল কুড়ি বলেন, জাতীয় সড়কের পাশে এমন ঘটনায় পুলিশের নজরদারিতে গাফিলতি রয়েছে।তা নাহলে এমন ঘটনা ঘটলো কিভাবে।এলাকায় মাঝে মাঝে চুরির ঘটনা ঘটছে।পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছি।