পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে ফাটাপুকুরে ধিক্কার সভার আয়োজন

রাজগঞ্জ,৯ ফেব্রুয়ারিঃ গত ৫ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে ফাটাপুকুরে ধিক্কার সভার আয়োজন।মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে ফাটাপুকুর হিন্দি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে একটি প্রতিবাদ সভা করা হয়।এরপর একটি মিছিল করেন তারা।


এই বিষয়ে সংগঠনের সদস্য আনপ বর্মন বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিভিন্ন দাবি নিয়ে পার্শ্বশিক্ষকরা নবান্ন অভিযানের আয়োজন করেছিল।সেদিন শিক্ষকরা শান্তিপূর্ণভাবে মিছিলে করতে গেলে পুলিশ প্রথমে ব্যারিকেড করে আটকে দেয় তাদের।পরে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শিক্ষকদের ওপর পুলিশ আক্রমণ করে।এই ঘটনার প্রতিবাদে ধিক্কার সভা ও মিছিলে সামিল হয়েছেন শিক্ষক সংগঠনগুলি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *